নবীগঞ্জ (হবিগঞ্জ)সংবাদদাতা: আগামী ২২ মার্চ সিলেট আলীয় মাদ্রাসা মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের বিভাগীয় সম্মেলনকে সামনে রেখে শনিবার বিকেলে নবীগঞ্জ সরকারী জে,কে মডেল উচ্চ বিদ্যালয়ে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক মন্ত্রী আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর পুত্র শাহ নেওয়াজ মিলাদ গাজী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,জেলা পুরষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ।
বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল,সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,রিজভী আহমেদ খালেদ,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা,পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আলম,সাধারন সম্পাদক নির্মুলেন্দু দাশ রানা, উপজেলা আওয়ামীলীগের সদস্য রাকিল হোসেন,ইনাতগঞ্জ আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক,সাধারন সম্পাদক মুজিবুর রহমান,দীঘলবাক আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন রব্বানী,গৌতম দাশ প্রমূখ।
এছাড়া ও উপজেলা,ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সভাপতি সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।