মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলায় পেট্রোলবাহী দু’টি গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।
এ ঘটনায় মৌলভীবাজার পৌর জামায়াতের আমির ইয়ামির আলীকে (৪৫) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কামালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক জানান, সকালে পেট্রোলবাহী দু’টি গাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ডে যাচ্ছিল। পথে কামালপুর বাজার এলাকায় ১৫/২০ জন হরতাল সমর্থকরা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।