নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ গরু চোরের গড ফাদার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ইলাক উদ্দিন(৫০)কে গ্রেফতার করেছে।
ধৃত ইলাক উদ্দিন উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের মৃত মজই উল্লার পুত্র।
শুক্রবার সন্ধায় ইনাতগঞ্জ ফাঁড়ীর এসআই ধর্মজিৎ সিনহা গোপন সংবাদের ভিত্তিতে এক দল পুলিশ নিয়ে কসবা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়,সে এলাকায় গরু চোরের গড ফাদার। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ৫টি মামলা রয়েছে।