মনিরুল ইসলাম শামিম ॥ বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও কৃষকলীগ সভাপতি মাস্টার মখলিছুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিউল্লাহ, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ অলিউর রহমান-অলি, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ ডাঃ বাবুল কুমার দাস, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, শিক্ষা কর্মকর্তা জ্যোতিষ রঞ্জন চন্দ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক ইমাম, সহকারি শিক্ষা অফিসার আঃ ওয়াহেদ, ডিএনআইর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রনয় চন্দ্র দেব, সহকারি শিক্ষক তাজ উদ্দিন প্রমুখ।
আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদের সামন থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে একটি চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।