এস এইচ টিটু : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় পৌরসভা প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে শায়েস্তাগঞ্জ পৌরসভা।
মেয়র মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল মুকিতের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সফিউল আলম, সহকারী পুলিশ সুপার শৈলেন চাকমা।
এ ছাড়াও আরো বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, শায়েস্তাগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলনা আব্দুল কাইয়ুম, উপধ্যক্ষ মাওলান মুনিম হোসাইন, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক নুরুল হক, মুক্তিযোদ্ধা প্রাণেশ দত্ত ও শেখ মুজিবুর রহমান,শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রকিব প্রমুখ।
এর আগে সকাল থেকে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক র্যা্লী সহকারে অনুষ্ঠানস্থলে যায়।