নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে বাঘাসুরা প্রিমিয়ার লীগ এর চতুর্থ আসর বিপিএল-২০১৭ উদ্বোধন হয়েছে।
বুধবার বাঘাসুরা সড়ক বাজারের পাশের অস্থায়ী মাঠে এ খেলার উদ্বোধন হয়।
বিপিএল উদ্যোক্তা জিয়া উদ্দিনের দুলালের সভাপতিত্বে ও নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক এখলাছুর রহমান চৌধুরী।
উদ্বোধনী তুমুল উত্তেজনাপূর্ণ খেলায় তৃতীয় আসরের চ্যাম্পিয়ন এস টি এন ক্রিকেটার্সকে ২ উইকেটে হারিয়ে জয়ের দেখা পায় বিপিএল এর নতুন দল বাঘাসুরা টাইটানস্।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে এস টি এন ক্রিকেটার্স নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১০ সংগ্রহ করে। দলের পক্ষে নাজমুল হোসাইন সর্বোচ্চ ৯১ ও শোয়েব মিয়া ৮৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বাঘাসুরা টাইটানস ১৫.৪ বল খেলে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে জয় লাভ করে। দলের পক্ষে পানেল সর্বোচ্চ ১১০ রান সংগ্রহ করে। বোলিংয়ে ৪ উইকেট ও ব্যাটিংয়ে ১১০ রান সংগ্রহের সুবাদে পানেল ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম, মাসুম আহমেদ ও পলাশ কান্তি দাশ।
প্রসঙ্গত, বিপিএল এর এবারের আসরে ৮টি দল অংশ নিচ্ছে।