মনিরুল ইসলাম শামিম ॥ ২০১৫-১৬ অর্থ বৎসরের এলজিএসপি-২ প্রকল্পের আওতায় ছদরুল হুসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টুথ ব্রাশ ও টুথপেস্ট বিতরণ করেছে বাহুবল সদর ইউনিয়ন পরিষদ।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নোমান-এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আমজাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজমল হোসেন চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ ইকবাল হোসেন, স্কিম সভাপতি ইউপি সদস্য মোঃ ফারুক আহমেদ, ইউপি সদস্য আলফা বেগম, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সামিউল ইসলাম, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক মোঃ শাকিল চৌধুরী, সহকারি শিক্ষক অরুন কুমার দাস, সুজিদ দেব, হোসনে আরা শেফা, ইউনিয়ন পরিষদের উদ্দ্যোক্তা স্বজল দেব নাথ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি নির্বাচিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এই প্রথম বিদ্যালয়টিতে এসেছি। সুশৃংখল পরিবেশ দেখে তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন। তাছাড়াও ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।