বাহুবল থেকে সংবাদদাতা : হবিগঞ্জের বাহুবল উপজেলার তিন জুয়ারীকে ৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৬ ফেব্রয়ারী) সকাল ১১টার দিকে এ কারাদন্ডের আদেশ দেন বাহুবল উপজেলা নিবার্হি কর্মকর্তা মুহাম্মদ নাজমূল হক।
দন্ডপ্রাপ্ত আসামীরা হল উপজেলার মিরপুর ইউনিয়নের কালুটুলা গ্রামের মহরম আলীর পুত্র সেলিম মিয়া (৩০), একই গ্রামের মৃত আব্দুল মন্নাফের পুত্র এখলাছ মিয়া (৪২) ও লাকড়ীপাড়া গ্রামের ছুরত আলীর পুত্র আহম্মদ আলী (৩০)।
পুলিশ জানায়, রবিবার গভীর রাতে কালুটুলা গাজীকালুর মাজারের পাশে জুয়ার আসর বসিয়েছিল এলাকার জুয়ারিরা। খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।
বাহুবল মডেল থানার ওসি মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫দিনের জেল ধার্য করে সোমবার দুপুরে কোর্টে প্রেরন করা হয়েছে।