বদরুল আলম চৌধুরী,মৌলভীবাজার: মৌলভীবাজার ফুলছড়ি চা বাগান থেকে ধরা পড়া দেশের বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির প্রাণী ছোট লেজের ‘মোল’ অবশেষে মারা গেছে।
মৌলভীবাজার শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে চিকিৎসাধিন অবস্থায় প্রাণীটি মারা যায়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ফুলছড়ি চা বাগানের বাসিন্দা টমাস নাপাক এর বাড়ি থেকে আহত অবস্থায় প্রাণীটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন।
বিরল প্রজাতির এই প্রাণীটিকে সুস্থ করে তোলার বহু চেষ্টা করেন তিনি। প্রাণীটিকে সুস্থ্য করে লাউয়াছড়ায় বনে অবমুক্ত করার কথা ছিল তা আর হয়ে উঠেনি।