নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ১১লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
রোববার বিকালে উপজেলার আউশকান্দি এলাকার টোলপ্লাজার সামন তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন মীর্জাপুর গ্রামের রাজমোহন চৌধুরীর পুত্র রনবিন্দু চৌধুরী।
নবীগঞ্জ থানার এসআই মলাই এর নেতৃত্বে হাইওয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।