স্টাফ রিপোর্টার ॥ আজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুত অফিস সূত্রে জানা যায়, শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে মেরামত এবং হবিগঞ্জ শহরে সংযোগকারী লাইনের কাজ করা হবে। এ কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ না হওয়া সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহের সময় বৃদ্ধি ও কমানো হতে পারে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী প্রকৌশলী সামস-ই আরেফীন।