চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়নের বাঘারুক সাহেববাড়ি এলাকায় পীরে কামেল খাজা সাইয়্যাদ ছাওয়াল শাহ (রহঃ) এর মাজারে ৭৪তম বার্ষিক ওরস আজ বৃহস্পতিার ও শুক্রবার।
আজ সকালে গিলাপ ছড়ানোর মধ্য দিয়ে শুরু হয়ে ওরসের আনুষ্ঠানিকতা। গতকাল বুধবার রাতে দরগাহ ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করা হয়। বৃহস্পতিবার ভোরে আখেরী মোনাজাতের মধ্য দিয়েও শুক্রবার ও শনিবার শেষ হবে ওরস। উক্ত মাজারের খাদেম শাহ সৈয়দ আঃ রশিদ মাজারে গিলাপ নিয়ে যান উনার মুরীদ আশেকান জাকেরান ভক্তরা। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাজারে গিলাপ ছড়ানো। বাদ মাগরিব থেকে মিলাদ মাহফিল ও কোরআন খতম, রাতে আখেরী মোনাজাত শেষে শিরনি বিতরণ করা হবে। সমগ্র মুসলিম ও সকল জাতির মঙ্গল কামনায় দোয়া চাওয়া হবে এবং রাত ২টা পর্যন্ত জিকির আজকার।
এর পরদিন শুক্রবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ভক্তিমূলক সংগীত পীর ওলি আউলিয়া মুর্শীদের শানে আলোচনা ও সংগীত পরিবেশন করা হবে। প্রতি বছরের মতো ৯ ও ১০ই মার্চ মাজারের ওরস উদযাপন হবে। ওরস উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন মাজার কর্তৃপক্ষ। ওরস ঘিরে মাজার প্রাঙ্গণে বসছে বাউল শিল্পীগোষ্ঠীদের আসর। ভক্তিমূলক ও খাজা সাইয়্যাদ ছাওয়াল শাহ নামে বাউল সাধকরা হৃদয় উজাড় করে নিবেদন করবেন তাদের পীর মুর্শিদি গান। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত আশেকানরা লাল সালু মাথায় বেঁধে মাজারে আসছেন। দুইদিন ব্যাপী ওরসের মানুষের ঢল নেমেছ। মাজার প্রাঙ্গণ থেকে অলিগলিতে ভক্তদের সমাগম ঘটেছে। এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।
হযরত খাজা সাইয়্যাদ ছাওয়াল শাহ (রহঃ) মাজারে ওরসে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত আশেকান সমবেত হয়েছেন। উক্ত দরবার শরীফের ৭৪ তম বার্ষিক ওরসে ভক্ত আশেকানরা উনার মাজারের নামে এসে কেউ খালি হাতে ফিরছেন না। যে যে নিয়তে আসে আল্লাহ তার আশা পূরণ করেন। এ জন্যই প্রতি বছর ওরসের সপ্তাহ খানেক আগেই বিভিন্ন কাজ শেষ করেন মাজারের খাদেম শাহ সৈয়দ আঃ রশিদ সাহেব জানান, বৃহস্পতিবার গিলাপ ছড়ানোর মাধ্যমে শুরু হওয়া ওরসে ওইদিন রাতে ওয়াজ মাহফিল ও শিরনি বিতরণ করা হবে। পরদিন শুক্রবার ভক্ত বাউল সাধকদের আয়োজনে পীর মুর্শিদী গান পরিবেশনার মধ্য দিয়ে ওরস শেষ হবে।
মাজার কমিটি সূত্রে জানা যায়, ওরসে আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি ভক্ত আশেকানরা নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করবেন। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত আশেকানরা জমায়েত হয়েছেন। বার্ষিক ওরসের আয়োজক শাহ সৈয়দ আব্দুর রশিদ ও তার ছেলে মোশাহিদ ও সায়েদ। প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত থেকে খুবই সুন্দর ও স্বাভাবিক নিয়মেই ওরস চলছে। ভক্তদের সুন্দরভাবে মাজারে জায়গা করে দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে। ভক্তদের জিকিরে মাজারে উৎসবের আমেজ তৈরি হয়েছে।