শায়েস্তাগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগ কর্তৃক বৃহস্পতিবার বিকাল ৫টায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভা ও মিছিলের সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের আহ্বায়ক মোঃ মাসুক আহমেদ।এবং যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা তৌহিদ ও যুগ্ম আহ্বায়ক প্রসঞ্জিত চন্দ্র দেব এর পরিচালনায় উক্ত পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পৌর যুবলীগের সভাপতি আব্দুল মুকিত।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ শাহেদ ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফকরুল হামিদ, পৌর যুবলীগ নেতা ডাঃ আলম, শামীম, মিজান, সেলিম, শাহিন, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পলাশ, ইমদাদুল হক শিতল, সাবাজ, সেজু, রায়হান, পৌরছাত্রলীগের সদস্য কাজী সোহাগ, জুনায়েদ, ইমন, তুষার, নাজমুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা জয়নাল সরদার, হাবিবুর রহমান বিলাল, সাইফুল ইসলাম সোহাগ, লিটন, সোয়েব প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ই মার্চ শায়েস্তাগঞ্জ মুক্তিযোদ্ধা অফিসে বিএনপি জামায়াতের অঙ্গসংগঠন ছাত্রদল কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবিকে অবমাননা করে এক সভার আয়োজন করে। তারই প্রতিবাদে শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগ কর্তৃক এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।