শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননার দায়ে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ শিপন মিয়াকে সাময়িকের জন্য বহিষ্কার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শায়েস্তাগঞ্জে মুক্তিযোদ্ধা অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনা’র ছবি ঢেকে সভা করেছে ছাত্রদল। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে, শায়েস্তাগঞ্জ মুক্তিযোদ্ধা অফিসের দায়িত্বে থাকা আব্দুস সামাদ শিপনের কাছ থেকে মুক্তিযোদ্ধা অফিসের চাবি নেওয়া হয়।
জানা যায়, গত ৭ মার্চ সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ দাউদনগর রেল গেইটের কাছে অবস্থিত মুক্তিযোদ্ধা অফিসে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক এর বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছেন পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ।