মনিরুল ইসলাম শামিম, বাহুবল (হবিগঞ্জ) থেকে : বাহুবলের মিরপুর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় দু’টি দোকানের পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল উপজেলার মিরপুর ভিতর বাজারে অবস্থিত ডা. বানু সূত্রধরের মালিকাধিন হোমিও ফার্মেসীটি বৃহস্পতিবার বন্ধ ছিল। বেলা ১১টার বন্ধ থাকা ফার্মেসীতে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। মুহূর্তে আগুনের লেলিহানশিখা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও উক্ত ফার্মেসী এবং তার পার্শ্ববর্তী জয়গুরু শিল্পালয় নামে একটি স্বর্ণের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে উভয় দোকানের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামাল উদ্দিন শাহীন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বন্ধ থাকা ফার্মেসীর বৈদ্যুতিক লাইনে সর্টসার্কিটজনিত কারণে অগ্নিকন্ডের সূত্রপাত হয়েছে।