চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউপির কেউন্দা গ্রামের শাহ বাড়িতে ইছালে ছাওয়াব উপলক্ষে দশম বার্ষিকী সুন্নী মহাসম্মেল সমাপ্ত হয়েছে।
গতকাল রাত ১১টায় উক্ত মাহফিল সমাপ্ত হয়। মাহফিলে কেউন্দা শাহ বাড়ির আলহাজ্ব শাহ্ মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে ও শাহ মিজানুর রহমানের পরিচালনায় এতে প্রধান বক্ততা হিসেবে উপস্থিত ছিলেন-সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্ততা হযরত মাওলানা জাহেদুল ইসলাম যুক্তিবাদী, ঢাকা।
প্রধান বক্ততা ছিলেন মোজাহিদে আহলে সুন্নাতের হযরত মাওলানা মোজাম্মিল হক মাসুমী, খাদেম ফাউন্দাক দরবার শরীফ।
মাহফিলে আমন্ত্রিতি অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, প্রভাষক আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন-সম্পাদক আনোয়ার আলী, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা সাংবাদিক ফোরামের সেক্রেটারী খন্দকার আলাউদ্দিন, কেউন্দা গ্রামের ছানু মিয়া, ভিংরাজ মিয়া প্রমুখ।