নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা: গত সোমবার রাত ৮ ঘটিকায় নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে “বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থশালা” এর পাঠ কার্যক্রম চালু হয়।
এতদুপলক্ষে মুক্তাহার গ্রামের স্কুল/কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রতœদীপ দাস রাজুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- কাজল দাশ, গৌতম দাশ, গোপাল দাশ, সৈকত দাশ, নয়ন দাশ, ঝিনুক দাশ, সৌরভ দাশ, রনি দাশ, মিশু দাশ, রতন দাশ, সাজু দাশ, নিপেশ দাশ, চয়ন দাশ, গৌরব দাশ, রাজীব দাশ, রুবেল দাশ, দিগন্ত দাশ প্রমুখ শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা শেষে উপস্থিত সবাইকে বই পড়ার জন্য বই দেওয়া হয় এবং এখন থেকে উক্ত গ্রামের শিক্ষার্থীবৃন্দ পাঠ্যপুস্তকের পাশাপাশি জ্ঞান চর্চার জন্য বিভিন্ন লেখকদের বই উক্ত গ্রন্থশালা থেকে পড়ার জন্য সিদ্ধান্ত হয়। উল্লেখ্য যে, উক্ত গ্রন্থশালাটি বিগত ২০১৫ সালের ২২ ডিসেম্বর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের কিংবদন্তি ও বিশিষ্ঠ সমাজ সেবক মেজর (অব.) সুরঞ্জন দাশ।