নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা:“নারী-পুরুষ সমতায় উন্নয়নরে যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে পালতি হয়েেছ ৮র্মাচ আর্ন্তর্জাতিক নারী দবিস।
এ দিবস উদযাপন উপলক্ষে বুধবার সকালে উপজলো প্রশাসন ও মহিলা বিষয়ক র্কমর্কতার র্কাযালয়রে আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠতি হয়েছে।
উপজলো পরষিদরে হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতত্বি করনে উপজলো নির্বাহী র্কমর্কতা তাজিনা সারোয়ার। উপজলো মহিলা বিষয়ক র্কমর্কতা সেলিনা পারভীনের স্বাগত বক্তব্যরে মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথি হিসবে উপস্থতি ছিলেন, উপজলো পরিষদরে চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।
বিশষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বগেম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, উপজলো আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজলো মাধ্যমিক শিক্ষা র্কমর্কতা সাদেক হোসেন, প্রাথমকি শিক্ষা র্কমর্কতা আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা জহিরুল ইসলাম, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, শিক্ষিকা শাহিনুর আক্তার চৌধুরী পান্না প্রমুখ।