রাকিল হোসেন নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা:হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস সরবরাহকারী শেভরনের বিক্রয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এমতাবস্থায় নিয়মিত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।
শেভরনে কর্মরত এমপ্লয়িজ ইউনিয়ন এর উদ্যোগে বুধবার দুপুরে বিবিয়ানা গ্যাস ফিল্ডের ফটকে কোম্পানীর লভ্যাংশের শতকরা ৫ ভাগ দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী আর্ন্তজাতিক কোম্পানি শেভরনের বিক্রয়ের বিষয়টি প্রক্রিয়াধীন।
এই খবরে প্রতিষ্ঠানটির সাথে জড়িত ৬শ’ বাংলাদেশী নিয়মিত কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবার পরিজন এক নিদারুণ অনিশ্চিয়তা ও উৎকণ্ঠার মধ্যে দিনযাপন করছেন। এমনটিই জানিয়েছেন ভুক্তভোগীরা। ইতিমধ্যে এমপ্লয়িজ ইউনিয়ন কোম্পানি বরাবরে কোম্পানি লভ্যাংশের ৫ ভাগ দাবি জানিয়ে আসছিল। কিন্তু শেভরন এই লভ্যাংশ কোনদিনই দেয়নি।
তাই তাদের দাবি-দাওয়া আদায়ে চলমান আন্দোলনের পাশাপাশি আরোও কঠোর আন্দোলনে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। চীনের রাষ্ট্রীয় কোম্পানী জিনহুয়া অয়েল (জিনহুয়া ওয়েল) -এর কাছে বিক্রির খবরে মার্কিন বহুজাতিক তেল গ্যাস উত্তোলনকারী কোম্পানী শেভরনের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে অস্থিরতার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় কোম্পানীর লভ্যাংশের শতকরা ৫ ভাগ আদায়ে তারা বিগত কয়েকমাস ধরে আন্দোলন করে আসছেন। এ লক্ষ্যে এর আগেও তারা কালো ব্যাজ, প্রতীকি অনশনসহ নানা কর্মসূচি পালন করেছেন। এবার তারা আরোও কঠোর আন্দোলনের পথে এগুচ্ছেন বলে জানা গেছে।
শেভরন ২০০৬ সাল থেকে এ পর্যন্ত কোনো লভ্যাংশ কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকদের দেয়নি। এরই মধ্যে শ্রম মন্ত্রণালয় ও পেট্রোবাংলার পক্ষ থেকে পাওনা পরিশোধে শেভরনকে চিঠি দিলেও তা আমলে নেয়নি শেভরন। শেভরনের একটি নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে, ২০০৬ সাল থেকে বাংলাদেশ কোম্পানি আইন অনুযায়ী লভ্যাংশের শতকরা ৫ ভাগ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বন্টন করার কথা। কিন্তু শেভরন তা কোনদিনই দেয়নি।
কিন্তু বিক্রয়ের খবর জানার পর এমপ্লয়িজ ইউনিয়ন কোম্পানি বরাবরে তাদের গ্রাচুইয়টি ও চেঞ্জ অব কন্ট্রোল বেনিফিট প্রদানের দাবি জানায়। এমপ্ল¬য়িজ ইউনিয়নের সভাপতি নাসিম আজিম বলেন কোম্পানি বিক্রয় হলে তাদের পরবর্তী চাকুরি জীবনের কি হবে তা নিয়ে তারা অনিশ্চয়তায় আছেন। এরকম পরিস্থিতিতে তারা থাকতে চাননা। দাবি-দাওযা পূরণের লক্ষ্যে ইতিমধ্যে কালোব্যাজ ধারণ ও প্রতীক অনশন কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। তিনি জানান- আজ ঢাকা অফিসসহ জালালাবাদ গ্যাস, বিবিয়ানা গ্যাস ও মৌলভীবাজারে একযোগে মানববন্ধন কমর্সচী পালিত হয়েছে। এমপ্ল¬য়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম শাহরিয়ার আবেদীন জানান- কয়েক মাস ধরে শেভরন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছে। আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু কোন অগ্রগতি নেই।