নবীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ পৌর কাউন্সিলর এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচী বুধবার বেলা ৩ টায় পালন করেছেন নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌর কাউন্সিলরদের বৈষম্যমুলক, অসম্মানজনক মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির প্রতিবাদে ও প্রস্তাবিত ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে নবীগঞ্জ পৌর সভা কার্যালয়ের সামনে এক মানব বন্ধন অনুষ্টিত হয়।
পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ এটিএম সালামের সভাপতিত্বে মানব বন্ধনে অংশ গ্রহন করেন কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর আঃ ছালাম, কাউন্সিলর মোঃ আলা উদ্দিন, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, কাউন্সিলর জায়েদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম প্রমূখ।
উক্ত মানব বন্ধন থেকে কাউন্সিলর বৃন্দ জানান, কেন্দ্রীয় কাউন্সিলর ্এ্যাসোসিয়েশন কর্তৃক ঘোষিত কর্মসুচীর সাথে একাত্মতা প্রকাশ করে সারা দেশের পৌরসভার ন্যায় বুধবার থেকে ১৫ ই মার্চ পর্যন্ত কাউন্সিলরগণ পৌরসভা বয়কট ও কলম বিরতি কর্মসুচী পালন করবেন।