চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে কুখ্যাত ডাকাত হোরাই মিয়া (৪৫)কে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
বুধবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার তদন্ত (ওসি) নুরুল ইসলাম ও এ এস আই গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বাঘারুক গ্রামে অভিযান চালিয়ে ২টি ডাকাতি মামলার পলাতক আসামী হোরাই মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হোরাই মিয়া উপজেলার বাঘারুক গ্রামের মৃত আঃ মতলিবের ছেলে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান হোরাই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।