এস এইচ টিটু / কামরুজ্জামান আল রিয়াদ ॥শায়েস্তাগঞ্জ পৌরসভার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্মাননা স্মারক, স্কুল ড্রেস ও মিড ডে মিল বক্স প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌরসভা মাঠে পৌর মেয়র মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে ও বাবুল মল্লিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সচিব দূর-রে-শাহ নেওয়াজ, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মোঃ আব্দুল মুকিত, আলেয়া বেগম, জেলা শিক্ষা কর্মকর্তা অনিল কৃষ্ণ মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন, রেলওয়ে কলোনী স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাবেরা ছালেক।
বক্তব্য জেলা আওয়ামীলীগ উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, পৌর প্যানেল মেয়র মাসুদউজ্জামান মাসুক, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম, প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক, হারুনুর রশিদ তালুকদার, আবিদুর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ , পৌর কাউন্সিলর জিতু আহমেদ মাখন, মহিলা কাউন্সিলর তহুরা খাতুন লাইজু, আছমা আব্দুল্লাহ, পৌর সচিব মাহবুবুর রহমান পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী কাজী আবু ওবায়েদ প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে স্কুল ড্রেস, মিড ডে মিল বক্স বিতরণ করা হয়।