নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ রোমেল মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ১৮ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে শায়েস্তাগঞ্জ থানার নিজগাঁও গ্রামের মকসুদ আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার এস আই সুধীন দাশের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন।
পুলিশ দৈনিক শায়েস্তাগঞ্জকে জানায়, রোমেল মিয়ার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।