আঃ কাদির সরকারঃ দেশের অন্যান্য স্থানের মতো প্রথমবাবেরর মতো হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় পাট দিবস-২০১৭ উদযাপিত হয়েছে।
সোমবার (০৬ মার্চ) দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে র্যালী, আলোচনা সভা।
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর মহালদার।
এবারের পাট দিবসের প্রতিপাদ্য ‘সোনালি আঁশের সোনার দেশ পাট পণ্যের বাংলাদেশ’।
সভায় বক্তারা বলেন, পাটের সোনালি দিন ফিরিয়ে আনতে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গবেষণায় পাটের জন্ম রহস্য উদ্ভাবন একটি বড় সাফল্য। ফলে পাট শিল্পে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
বক্তারা আরো বলেন, বাংলাদেশের সোনালি আঁশ ছিল পাট। পাটের সুদিন ফিরিয়ে আনতে পাট পণ্যের ব্যবহার বহুবিধ করতে হবে। দেশের ভেতরে পাটের ব্যবহার নিশ্চিত করে বিদেশে পাট পণ্য রফতানি বাড়াতে হবে। পাট শিল্পকে আধুনিকায়ন করে সর্বত্ত পাটের নগরী হিসেবে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া,উপজেলা সমবায় কর্মকর্তা এমরানুল হক,চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু,উপসহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্ব আকবর হোসেন ও সাইদুর রহমান।এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী, পাট ব্যবসায়ীরা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।