নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র শিক্ষার্থীদের উদ্যেশে বলেছেন- সবাইকে সামাজিক মান সম্মান নিয়ে বাচঁতে হবে।
টাকা পয়সা থাকলেই সম্মান অর্জন করা যায়না। ভালভাবে পড়াশুনা করলে সম্মান অর্জনসহ সব দিকেই এগিয়ে থাকা সম্ভব।
তিনি বলেন, আমি ভালো করে পড়াশুনা করেছি বলেই দেশ বিদেশে বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে মানুষের সেবা করতে পেরেছি।
মাদকের বিরুদ্ধে সচেতন থাকার আহবান জানিয়ে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, মাদক হলো মরন ব্যাধি ক্যান্সারের মতো। ক্যান্সার যেভাবে মানুষের জীবনকে ধ্বংস করে দেয় টিক সেভাবেই পরিবারের কোন সদস্য যদি মাদকাসক্ত হয় তাহলে সে পরিবারও ধ্বংস হয়ে যায়।
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন থাকার আহবান জানিয়ে পুলিশ সুপার বলেন, বর্তমানে কিছু লোক জিহাদের নামে মানুষ হত্যা করছে, যা ধর্ম কখনোই সমর্থন করেনা।
বাল্য বিবাহ প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, অপ্রাপ্ত বয়সে সন্তানদের বিয়ে দেয়া মানে নিজ হাতে সন্তানদের হত্যা করা। অল্প বয়সে বিয়ে হওয়ার ফলে শরীরের ক্ষতির পাশাপাশি মন মানষিকতা নষ্ট হয়ে যায়। বাল্য বিবাহই অকাল মৃত্যুর কারন বলে মন্তব্য করেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
তিনি সোমবার সকালে নবীগঞ্জের পানিউমদায় একটি কলেজের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ রোধ ও মাদক বিরোধী সচেতনতা মূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সেমিনারে কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক ও গীতা পাঠ করেন থানার এস আই সুজিত চক্রবর্ত্তী।
সেমিনার শেষে হবিগঞ্জের তরুন প্রযোজক সাইফুউদ্দিন জাবেদ এর ব্যবস্থাপনায় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র নিবেদিত মানবিকতার ধ্যানে ‘মুর্তি’ চলচ্চিত্রটি প্রদর্শিত করা হয়।