সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ থেকে॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার নামকস্থানে দ্রুতগামী একটি বাসের চাপায় ৯ বছরের এক শিশুর মর্মান্তিক মুত্যু হয়েছে।
এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় ঘন্টাখানেক মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, সোমবার বিকাল ৫টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গাবদেউ গ্রামের আব্দুল আউওয়ালের পুত্র রাসেল মিয়া (৯) বাড়ি যাওয়ার উদ্যোশে মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী দ্রুতগতির একটি বি.আর.টি.সি ঢাকা মেট্রো-(১১-৫১৬২) বাস ওপর একটি বাসকে অভারট্রেইক করে এসে শিশু রাসেলকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থলেই শিশুর রাসেলের মর্মান্তিক মৃত্যু হয়। তবে, ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার (ওসি) এস.এম আতাউর রহমান ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস.আই আব্দুর রহমান ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে যান চলাচলা স্বাভাবিক করেন।