বদরুল আলম চৌধুরীঃ মৌলভীবাজের বড়লেখা সুনাই নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
সোমবার সকালে এ মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মোঃ জবরুল হোসেন (৩৫)।তিনি বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রাম ওয়াহিদপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা বলেন,সোমবার সকালে সুনাই নদীতে ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় মেম্বার ও বিয়ানীবাজার থানায় পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে পুলিশ গটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।পরে সুরতহাল ও প্রতিবেদস তৈরীর পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহতের পরিবার সূত্রে,নিহত জবরুল এলাকায় প্রায়ই রাতে বড়শী নিয়ে নদীতে মাছ ধরতে যায়।এদিন বাড়িতে না ফেরায় তারা জবরুলকে খোঁজ করতে থাকেন।এমন অবস্থায় সকালে লোকমুখে শুনতে পান সুনাই নদীতে ভাসমান লাশ দেখা যাচ্ছে সেখানে গিয়ে নদীর পাড়ে তার মোবাইল ও অন্যান্য জিনিস দেখতে পেয়ে এটা জবরুলের লাশ বলে সনাক্ত করেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভঅরপাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন,লাশের খবর পেয়ে লাশ উদ্ধার করেছি।কিন্ত এটা হত্যা না আতœহত্যা কিছুই বলা যাচ্ছেনা।মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।রিপোর্ট হাতে পেলে বুঝা যাবে হত্যাকান্ড নাকি স্বাভাবিক।