নিজস্ব প্রতিনিধিঃ সিলেটে অনুষ্ঠিত তিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা আজ শেষ হয়েছে।
সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃণাল কান্তি দে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট বিভাগের সাবেক মেয়র আলহাজ্ব বদর উদ্দিন আহমেদ কামরান। বক্তব্য রাখেন কমাণ্ডেন্ট মাহমুদুর রহমান, হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত কর কমিশনার মোঃ আবু দাউদ, অতিরিক্ত পুলিশ কমিশনার জেদান আল মুছা, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি কবি মোহিত চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রামার মধুসূদন চন্দ।
মেলায় ৯টি ক্যাটাগরিতে মোট একুশটি পুরস্কার প্রদান করা হয়। শিক্ষা ক্যাটাগরিতে বিভাগের ৫টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের (অ+ ক্যাটাগরি) স্বীকৃতি প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো- হবিগঞ্জের বাহুবল উপজেলা পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়, সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এণ্ড কলেজ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সিলেট পিটিআই ও সুনামগঞ্জের জুবলী সরকারি উচ্চ বিদ্যালয়।