চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর যুবলীগের সেক্রেটারী, চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিএনজি মালিক সমিতির সভাপতি কামাল উদ্দিন মিলনের অকাল মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল করেছে চুনারুঘাট পৌর যুবলীগ।
এ উপলক্ষে সোমবার রাত ৮টায় চুনারুঘাট বীর মুক্তিযোদ্ধা এনামুল এক মোস্তফা শহীদ অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট পৌর যুবলীগের সভাপতি নাজিম রেজা।
পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসাইন জিতু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ তাজুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবু সাঈদ, পৌর শ্রমিকলীগের সভাপতি মোঃ আমির হোসেন, যুবলীগ নেতা লিটন চৌধুরী, পৌর কৃষকলীগের সহ-সভাপতি আঃ হানিফ ভান্ডারী, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক মামুন তালুকদার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, যুগ্ম আহ্বায়ক ফুল মিয়া খন্দকার, পৌর যুবলীগ নেতা সাইদুর কবির মিজান, শাহিন মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম মিজান, মোঃ খাইরুল আলম, মোঃ আতাউর রহমান প্রমুখ।
সভায় বক্তারা কামাল উদ্দিন মিলনের অকাল মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জানান। শোকসভা শেষে মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চুনারুঘাট থানা মসজিদের পেশ ইমাম মাওঃ নজরুল ইসলাম।