নবীগঞ্জে ইউ,কে ট্রাস্টের অনুষ্টানে এমপি বাবু
ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে আইসিটি’র বিকল্প নাই
মতিউর রহমান মুন্না নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি
ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে আইসিটি’র বিকল্প নাই। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেই ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। বর্তমানে গ্রামে-গঞ্জে ডিজিটাল পদ্ধতি চালু করায় মুহুর্তের মধ্যে স্বজনদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলা ও ছবি আদান প্রদান করা সম্ভব হচ্ছে। যা বর্তমান সরকারের সাফল্যের একটি অংশ। গতকাল রবিবার বিকালে নবীগঞ্জ শেরপুর রোডস্থ শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে নবীগঞ্জ ইউ,কে আইসিটি ইন্সটিটিউট’র ৮ম বর্ষ পুর্তি উদযাপন এবং সনদ পত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা গুলো বলেন এমএ মুনিম চৌধুরী বাবু এমপি। এডুকেশন ট্রাস্টের সভাপতি ফয়জুর রহমান চৌধুরী এমবিই এর সভাপতিত্বে এবং জাহাঙ্গীর বখত চৌধুরীর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, ট্রাস্টের প্রতিষ্টাতা সভাপতি অধ্যাপক আব্দুল হান্নান, ইউকে আইসিটি’র উপদেষ্টা অধ্যাপক মুজিবুর রহমান, ট্রাস্টের সাবেক সভাপতি কামরুল হাসান চুনু, সাবেক সভাপতি মাহবুব নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ খান, ডেপুটি সিভিল সার্জন (অবঃ) ডাঃ অজিত চন্দ্র রায়, ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, ট্রাস্টের সদস্য আব্দুল হামিদ, ফিরোজ মিয়া, সামছুল হুদা ও শাহ মোঃ হাবিবুর রহমান বেলায়েত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হোমল্যাল্ড আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আইসিটি পরিচালনা পর্ষদের সভাপতি তাপস আচার্য্য, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এটিএম সালাম, সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, প্রভাষক রেজাউল আলম, শামীম আহমদ চৌধুরী, তনুজ রায়, মোঃ আব্দুল আলীম, মোঃ গোলাম মোস্তফা, জুনায়েত কবির জুয়েল, তাসলিমা আক্তার, শর্মিলা সিদ্দিকা। স্বাগত বক্তব্য রাখেন চীপ ইন্সক্টাকর ফয়সল আহমদ চৌধুরী। পরে অতিথিবৃন্দ ৪২ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনদ পত্র বিতরণ করেন।