নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির-এর জন্মদিন পালন করেছে সদর উপজেলা ছাত্রলীগ। শুক্রবার রাত ৯ টায় জন্মদিন উপলক্ষে সদর উপজেলা ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজীউর রহমান ইমরান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত জন্মদিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ আলমগীর দেওয়ান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল হুদা তৌহিদ, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান জীবন, এমদাদুল হক শিতল, উপজেলা ছাত্রলীগের ছাত্রলীগের সহ-সভাপতি শাহেদুল ইসলাম শাহেদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন জাবেদ, নাজিউর রহমান জিমি, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ ফখরউদ্দিন শাকিল, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ জামাল, নুরপুর ইউনিয়নের আহব্বায়ক তোফাজ্জুল হোসেন অপু, লস্করপুর ইউনিয়ন ছাত্রলীগের অন্যতম নেতা আখলাছ আহমেদ প্রিয়, শায়েস্তাগঞ্জ কলেজ ছাত্রলীগ নেতা জয়নাল সর্দার, শিয়াব উদ্দিন তুষাড়, শাহনুর রহমান জীবন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সোহাগ, নুরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা পাভেলসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ কলেজ ছাত্রলীগ নেতা লুৎফর রহমান।