চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাটে সিএনজি অটোরিক্সা চোরসহ এক গরু চোর চক্রের এক সদস্যকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
শুক্রবার ভোররাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃত সিএনজি অটোরিক্সা চোর হল উপজেলার বাসুল্লা গ্রামের আহাদ মিয়ার ছেলে আক্কাস আলী(২৬) গরু চোর চক্রের সদস্য একই উপজেলার দক্ষিন রানীগাও গ্রামের আঃ বারী’র ছেলে সুমন মিয়া (২৪)।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি চোর আক্কাস আলী ও গরু চোর সুমন মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক চুরির মামলা রয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।