আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশ আগামীকাল।
৪ মার্চ বিকাল ৪ ঘটিকায় এনামুল হক মোস্তফা শহীদ অডিট রিয়ামে অনুষ্ঠিত হবে এ সমাবেশটি। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পংকজ দেবনাথ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডঃ মাহবুব আলী,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরুকায়স্ত, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু তাহের প্রমূখ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন, হবিগন্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন, হবিগন্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী।
সভাপতিত্ব করবেন চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক সরকার।
সমাবেশটিকে সফল করার জন্য আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনকে আহবান জানিয়েছেন সমাবেশের সঞ্চালক ও চুনারুঘাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।