জিকে গউছের মুক্তির দাবীতে হবিগঞ্জ সদর উপজেলা যুবদলের মিছিল।।
প্রেসনিউজ :-
হরতাল অবোরুধ সমর্থনে ও জেলা বিএনপির সাধারন সম্পাদক পৌরমেয়র আলহাজ্ব জিকে গউছের মুক্তির দাবীতে হবিগঞ্জ সদর উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল। উপজেলা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা হাজী মতিউর রহমান মতিন, মো:আব্দুল খালেক দেওয়ান, ডা:এ ইসলাম বকুল, শাহ নেওয়াজ, আরজত আলী, জাহির উদ্দিন তালুকদার,রবিউল আওয়াল লুকুছ, জালাল মিয়া,কামাল মিয়া, আক্তার আলী, মো:শাহিন মিয়া,বাদল মিয়া জাহির মিয়া প্রমূখ। —