চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের চলিতার আব্দা গাউছিয়া দরবার শরীফের উদ্যোগে ১৬তম বার্ষিক সুন্নী সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বাদ আসর থেকে চলিতার আব্দা আফছার তালুকদার মহিলা দাখিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত সুন্নী সম্মেলনে হাজী আলিম উল্লা সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল এ.কে আফছার আহমদ তালুকদারের সভাপতিত্বে ও হাজী মোঃ কবির মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সুন্নী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন শায়খুল ইসলাম, শেরে বাংলা, আলহাজ্ব আল্লামা ছাহেব ক্বিবলা সিরাজনগরী (মা:জি:আ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং শানখলা ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব সবুজ তরফদার, চুনারুঘাট মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রানীগাঁও দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাসুক মিয়া, সিনিয়র শিক্ষক ইলিয়াস তালুকদার, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মিয়া।