নিজস্ব প্রতিনিধি: দু’সাংবাদিকের বিরুদ্ধে দাখিলকৃত অর্থ আত্মসাতের অভিযোগটি খারিজ করে দিয়েছেন বাহুবলের সহকারী কমিশনার (ভূমি) সফি উল্লা। গতকাল বুধবার তার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে গত ২৭ ফেব্র“য়ারি অভিযোগটি আমলে নিয়ে তিনি শুনানীর দিন ধার্য্য করে উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন।
সূত্র জানায়, বাহুবল উপজেলার হরাইটেকা নোয়াগাঁও গ্রামের মৃত শেখ আব্দুল গফুর (চান মিয়া) এর পুত্র শেখ আব্দুর রেজ্জাক বাদি হয়ে বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর ও সাংবাদিক আজিজুল হক সানু’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি বানোয়াট অভিযোগ সহকারী কমিশনার (ভূমি), বাহুবল-এর কার্যালয়ে দায়ের করেন।
এ অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ ফেব্র“য়ারি সহকারী কমিশনার (ভূমি) সফি উল্লাহ ওই দুই সাংবাদিককে নোটিশ প্রদান করেন। নোটিশে তিনি আগামী ৮ ফেব্র“য়ারি ওই অভিযোগের শুনানী অনুষ্ঠানে উভয়পক্ষকে সাক্ষ্য-প্রমাণ নিয়ে উপস্থিত থাকতে আদেশ দেন।
নোটিশ জারি বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মাঝে প্রচার হওয়ার পরপরই সহকারী কমিশনারের ‘এখতিয়ার’ নিয়ে প্রশ্ন উঠে। এক পর্যায়ে বুধবার তিনি এ ব্যাপারে আরেকটি নোটিশ উভয় পক্ষের নামে ইস্যু করেন। এ নোটিশে তিনি পূর্ববর্তী শুনানীর নোটিশটি বাতিল করে বাদীর আবেদনটি খারিজ করেন।