নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের পাহাড়ি এলাকায় গরু আনতে গিয়ে কিশোরী ধর্ষণের স্বীকার হয়েছে। ঘটনার পরপরই পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় জাকির হোসেন কুরুস (২৫) নামে এক যুবককে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেলে উপজেলার পুটিজুরী ইউনিয়নের মীরেরপাড়া গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মীরেরপাড়া গ্রামে ১৪ বছর বয়ষ্ক কিশোরী বুধবার বিকেলে গরু আনতে বাড়ির নিকটবর্তী টিলার নিচে যায়। নির্জন স্থানে তাকে একা পেয়ে পথচারী একই গ্রামের মৃত আছদ উল্লার পুত্র জাকির হোসেন কুরুস তাকে ঝাপটে ধরে গামছা দিয়ে মুখ বেঁধে ফেলে। এ অবস্থায় সে ওই কিশোরীকে নিকটবর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে আহতাবস্থায় সে বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের লোকজনকে জানায়।
তার পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে স্থানীয় পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রে হাজির করেন। সন্ধ্যায় পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গৌরাঙ্গ বসু ও এএসআই আলী হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থলের নিকটবর্তী স্থান থেকে অভিযুক্ত জাকির হোসেন কুরুসকে আটক করে।
পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গৌরাঙ্গ বসু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।