নবীগঞ্জ প্রতিনিধি : অমর একুশে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে একুশকে ধারণ করে জ্ঞান ভিত্তিক সমাজ বির্নিমানের প্রয়াসে প্রথমবারের মতো নবীগঞ্জ পৌরসভা আয়োজনে গতকাল মঙ্গলবার শেষ হলো ৩ দিন ব্যাপী একুশে বইমেলা।
গতকাল ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে বই মেলার সমাপনী দিনে অনুষ্টিত হয়েছে আলোচনা সভা। নবীগঞ্জ পৌর সভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং মঞ্চন উদযাপন উপ কমিটির সদস্য সচিব অলিউর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করর্পোরেশনের প্রধান নির্বাহী এনামুল হাবিব।
সংবর্ধিত ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক এডভোকেট সৈয়দ আফরোজ বখত চৌধুরী, সভায় মুখ্য আলোচক ছিলেন সিলেট মদন মোহন বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ। বিশেষ অতিথি ছিলেন এডিসি ফারুক আহমদ, হবিগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত সদস্য শিরীন আক্তার, কবি আবুল কালাম ছোটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, জায়েদ চৌধুরী, কবির মিয়া, সুন্দর আলী, প্রানেশ চন্দ্র দেব, আলা উদ্দিন, সংরক্ষিত ফারজানা আক্তার পারুল, রোকেয়া বেগম, সৈয়দা নাসিমা বেগম, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাব রক্ষক কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, পৌর সচিব আজম হোসেন, উপ সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, সরাজ মিয়া, ইকবাল আহমদ, পৃথ্বিশ চক্রবর্ত্তী, এলেমান চৌধুরী, জুয়েল মিয়া প্রমূখ।
উক্ত বই মেলা সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ, অতিথিবৃন্দ, কবিগণ, বিভিন্ন উপ কমিটির সভাপতি-সেক্রেটারীসহ সেরা স্টল এর মালিকদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। নবীগঞ্জ পৌর সভা প্রথম বারের মতো এবারই অমর একুশে বই মেলার আয়োজন করেছে।
উক্ত বই মেলাকে কেন্দ্র করে শহর ও শহরতলীর আশপাশ এলাকায় উৎসবের আমেজ, বই ক্রেতাদের ভিড় ছিল লক্ষ্যনীয়। এদিকে ঝাকজমকপুর্ণভাবে পৌরসভার আয়োজনে ৩ দিন ব্যাপী একুশের বই মেলাটি সফল করার জন্য সম্মানিত পৌরবাসী এবং সকল কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপ কমিটির সকল সম্মাননিত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বই মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও প্যানেল মেয়-১ এটিএম সালাম।