রাকিল হোসেন নবীগঞ্জ (হবিগঞ্জ)সংবাদদাতা : হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য এডভোকেট আবু জাহির বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদী ৭১ সালে মুক্তিযোদ্ধে অংশ গ্রহণ করেছেন।
বঙ্গবন্ধুকে হত্যার পর মাহবুবু রব সাদীকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেয়ার জন্য আহবান করা হয়েছিল। তিনি প্রতিবাদ করেছিলেন এই কারণে য়ে ৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে তিনি এ দেশ স্বাধীন করেছেন। বঙ্গবন্ধর মতো বিশাল এই নেতাকে জীবন বিসর্জন দিতে হলো রাজাকার,গুটি কয়েক পাকিস্তানী পেতাত্বাদের হাতে। তিনি সেটা মেনে নিতে পারেননি।
মুক্তিযোদ্ধাদের নিয়ে জিয়াউর রহমান,এরশাদ খেলা করেছেন। এই কারনেই তিনি রাষ্ট্রীয় খেতাব গ্রহণ করেননি। তিনি বলেন,আমরা এমপি,মন্ত্রী হতে পারি। কিন্ত মুক্তিযোদ্ধা হতে পারবোনা। এই পৃথিবী,বাংলাদেশ যথ দিন থাকবে মুক্তিযোদ্ধাদের নাম প্রজন্মের পর প্রজন্ম স্বর্নাক্ষরে লিখা থাকবে। মুক্তিযোদ্ধের চেতনা যাতে ভুলন্ঠিত না হয় মাহবুবু রব সাদীর স্রণ সভা থেকে আজ সবাইকে প্রতিঞ্জা করতে হবে। তিনি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদীকে বাঙ্গালী জাতী অমৃতের সন্তান উল্লেখ করে বলেন, বাঙ্গালী বাংলাদেশের পতাকা জাতীয় সংগীত এবং বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মহান মুক্তিযোদ্ধের স্বর্ণালী ইতিহাসের মাহবুবুর রব সাদীর বীরত্বের কাহিনী স্বর্ণাক্ষরে লিপিবন্ধ থাকবে।
তিনি আরো বলেন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাদী বীর প্রতীককে আমাদের আগামীর প্রজম্মের কাছে স্বরণীয় করে রাখতে নবীগঞ্জে একটি বৃহতর রাস্তার নামকরণ করা হবে। এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সর্ম্মান প্রদর্শনের পাশাপাশি তাদের জীবন মানের উন্নয়নে বহুমূখী প্রকল্প গ্রহন করেছেন।গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে মাহবুবুর রব সাদীর শুভাকাংখীদের আয়োজনে অনুষ্ঠিত স্বরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ওবায়দুল কাদের হেলাল ও রতœদীপ পাল রাজু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াছ মোল্লা।
বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল,সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,আবু হেনা মোস্তফা কামাল,যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম,সুলতান মাহমুদ,ডা:আবুল খায়ের,সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রুপ,মুক্তিযোদ্ধা হায়দার আলী,ফখরুল ইসলাম কালাম প্রমূখ।