বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে চোলাই মদসহ গোপাল চন্দ্র দাস (৩৫) নামে এক যুবকে অাটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার আদর্শবাজার নৌকাঘাট এলাকা থেকে ২০ লিটার চোলাইমদসহ তাকে আটক করা হয়।
আটককৃত যুবক আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া গ্রামের গৌরাঙ্গ চন্দ্র দাসের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচঙ্গ থানার অপারেশন অফিসার এসআই ওমর ফারুক এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে চোলাইমদসহ তাকে আটক করে।
পুলিশ জানায়, স্থানীয় রঘুচৌধুরী পাড়া এলাকা থেকে চোলাইমদ ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে গোপাল পাহাড়পুর এলাকায় নিয়ে যাচ্ছিল।
এসআই নাজমুল হক বাদী হয়ে গোপাল চন্দ্র দাসকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করেন।