হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় শহরের খোয়াই মুখ এলাকা থেকে শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির নেতা ও হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসিমের সভাপতিত্বে ও জেলা ওলামাদলের সভাপতি কারী মোঃ কবির হোসেনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মইনুল ইসলাম, এডভোকেট কামরুল ইসলাম, মাওলানা কাসেম বিল্লাহ, সামসুল ইসলাম মতিন, তুহিন খান, সালেহ আহমেদ,তারা মিয়া,আরমান,তাহির,আজাদ,হাবিবুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে নিদলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান।