চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ১৩ বোতল ফেনসিডিলসহ হবিগঞ্জের মাদক ব্যবসায়ী আমিন আলী (৩৫) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
মঙ্গলবার সন্দ্বায় সাড়ে ৬টার দিকে বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার সতং রাস্তা নামক স্থান থেকে সিএনজি সহ ১৩ বোতল ফেনসিডিল হাতেনাতে গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ।
চুনারুঘাট থানার এ এস আই দেলোয়ার হোসেন ও এস.আই সুমনুর রহমানসহ একদল পুলিশ গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, আমিন আলীর বিরুদ্ধেইয়াবা, ফেনসিডিল মাদকসহ বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পুলিশ সূত্রে জানায়, সে উপজেলার হবিগঞ্জ সদর উপজেলার চৌধুরী বাজার দাড়িয়া পাড়া নোয়াবাদ গ্রামের মৃত সিরাজ আলীর পুত্র আমিন আলী। মাদকদ্রব্যের মূল্য ৯ হাজার ১শত টাকা হইবে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
অন্যদিকে চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গাজীপুর গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র আবুল কাশেম (৪০) কে সিআর মামলার পলাতক ওয়ারেন্টের আসামী গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে হলহলিয়া গাজীপুর এলাকা থেকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। চুনারুঘাট থানার এ এস আই সুরঞ্জিত দেসহ একদল পুলিশ আবুল কাশেমকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। পুলিশ জানায় সিআরসহ ৫টি মামলার পলাতক ওয়ারেন্টের আসামী ছিল। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোআনা জারী ছিল। সে এতদিন আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল।