আকিকুল ইসলাম লালুঃ হবিগঞ্জ সদর উপজেলার ৬নং রাজিউড়া ইউনিয়নের উচাইল চারিনাও গ্রামের নিবাসী অবসর প্রাপ্ত পুলিশ ও বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আক্রাম আলী, ১৯৭১ সালের মহান স্বাধীনতার যুদ্ধের একজন প্রক্ষাত লড়াক্কু সৈনিক ছিলেন তিনি আজ আর আমাদের মাঝে নেই, আজ সকাল ১০.৩০ মিনিটের সময় বার্ধক্য জনিত কারনে উনার নিজ বাড়ীতে মৃত্যু বরণ করিয়াছেন। ( ইন্না লিল্লাহী———রাজিউন) মৃত্যু কালীন সময়ে উনার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর আর হিতাখাংক্ষী হিসাবে ১ স্ত্রী তিন ছেলে ও দুই মেয়েকে রেখে যান।
উনার মৃত্যুর খবর পেয়ে হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এটি এম আজাহারুল ইসলাম সহ একদল পুলিশ রাষ্ট্রীয় মর্যাদা জ্ঞাতার্ত্তে গার্ড অব অনার প্রদান করেন এবং পুস্পস্তবক অর্পন করেন।
এসময় উপস্তিত ছিলেন সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডা শহীদুল ইসলাম, উচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বরকত উল্লা, আলফু মিয়া, শ্রী জিবন রায়, মুক্তিযোদ্ধা বিষয়য়ক সম্পাদক এড শামীম আহমেদ, ইউনিয়ন আওয়ামীলিগ সভাপতি জনাব এমরান আহমেদ, ইউপি চেয়ারম্যান জনাব এনামুল হক শেখ কামাল আহমেদ,আওয়ামীলিগ নেতা আদিল মোঃ জজ মিয়া, ছায়েদুল হক, ইউপি যুবলীগ সভাপতি আশরাফুল আলম মারুক, সাইফুল ইসলাম আরও ৫/৬ শত মুসল্লিয়ানের উপস্থিতে উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ অনুষ্টিত হয়।
মরহুমের জানাজার নামাজ শেষে মীর আবজাল হুসাইন আল ক্বাদ্রী সাহেবের মোনাজাতের মাধ্যমে বিদেহী আত্মার মাগফেরাত চেয়ে উচাইল ঐতিহাসিক শাহী জামে মসজিদের কবর স্থানে দাপন সম্পন্ন করা হয়।