ফখরুল আলম, বিশেষ প্রতিনিধি যুক্তরাজ্য থেকে:- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুল রহমান চৌধুরীর গাড়িতে হামলা ও হত্যার চেষ্টার প্রতিবাদে যুক্তরাজ্যস্থ চেশিয়ার নর্থওয়েলস আওয়ামীলীগের আয়োজনে এক প্রতিবাদ সভা করেছে গতকাল সোমবার চেষ্টারের স্থানীয় একটি রেষ্টুরেন্টে
সিলেটের মাঠিও মানুষের নেতা এবং প্রবাসীদের অধিকার আদায়ের একমাত্র বলিষ্ট কন্ঠস্বর সিলেট জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ¦ সফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলা করে তাকে হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িত সকল ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্ত মূলক শাস্থির দাবি জানিয়েছেন যুক্তরাজ্যে আওয়ামীলীগ এর চেশিয়ার নর্থওয়েলস শাখার নেতৃবৃন্দরা।
সংগঠনের সভাপতি আ: ছালাম সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাকিম আলীর পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সভা শুরুর প্রথমেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ চৌধুরী।
৫২ এর ভাষা শহিদদের আতœার মাগফেরাত কামনা করে এক মিনিটি দাড়িয়ে সুরা ফাতেহা পাঠের মধ্যে দিয়ে নিরবতা পালন করা হয়।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ওল্ডহাম আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রহমান দারা, ওল্ডহাম আওয়ামীলীগের সিনিওর নেতা মদরিছ আলী, ওল্ডহাম আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফয়সল আহমেদ, নর্থওয়েষ্ট যুবলীগের সভাপতি ফারুক আহমেদ,চেশিয়ার নর্থওয়েলস আওয়ামীলীগের সিনিওর সহ সভাপতি এটিএম লোকমান, সহ সভাপতি আজাদ উদ্দিন, ওল্ডহাম স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তোফায়েল আহমেদ, মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ চৌধুরী, চেশিয়ার নর্থওয়েলস আওয়ামীলীগের সহ সভাপতি জসিমউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শামসাদুর রহমান,ফরিদ উদ্দিন, আবুল হোসেন, নুরুল হক, জাবেদ হুসেন, সারওয়ার আহমেদ প্রমুখ।
সভায় বক্তরা বলেন- সফিকুর রহমান যুক্তরাজ্য প্রবাসীদের প্রতিনিধি, তার গাড়িতে হামলা করা মানে হলো সকল প্রবাসীদের উপর হামলা করা হয়েছে। অভিলম্বে ভাংচুরকারীদের প্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানান সরকারের কাছে।
সভায় ওল্ডহাম, ম্যানচেষ্টার, লিভারপুল, চেষ্টার, সহ নর্থ ইংল্যান্ড এর আওয়ামীলীগের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এক আনন্দঘন মধ্যান্যভোজের মধ্যে দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘটে।