হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে শনিবার সকাল ১০টায় তাকে গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সব ঘটনায় বেশ কয়েকটি মামলা দায়ের হয়। সাহাব উদ্দিন দুটি মামলার পলাতক আসামী।