ফখরুল আলম বিশেষ প্রতিনিধি, যুক্তরাজ্য থেকে:- বাঙালি জীবনে গৌরবে দ্বীপ্ত শোকে বিহবল এক অনন্য দিন একুশে ফ্রেব্রুয়ারী। মানব ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় প্রথমবার মানুষ মায়ের ভাষার অধিকার রক্ষায় বুকের রক্ত ঢেলে দিয়ে ছিল রাজ পথে। আজ সেই মানুষের পরিচয় বাঙালি। ভাষা শহিদদের স্বরণে দেশের সীমানা ছাড়িয়ে বিশ^ব্যাপী পালিত হচ্ছে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস অমর একুশে র্ফেরুয়ারী।
প্রবাসের এই মাঠিতে আগামী প্রজ¤েœর কাছে বাংলা ভাষা কে বাঁচিয়ে রাখার আহব্বান সহ ছোট শিশু- কিশোররাও যেন বেড়ে উঠে স্বদেশীয় আপন সংগ্রামী ভাষা ও সংস্কৃতিতে সেই প্রত্যাশার মধ্যে দিয়ে উইরাল বাংলা স্কুলের আয়োজনে আন্তর্জাতিক মাতৃৃভাষা দিবস পালন করেছে।
আর সেই সব ভাষা শহিদদের প্রতি বিন্ম্র শ্রদ্ধা জানাতে হাতে হাতে বাংলাদেশের পতাকা আর কন্ঠে ভাই হারানোর গান গেয়ে উইরাল বাংলা স্কুলের শিক্ষার্থীরা পালন করেছে অমর একুশে র্ফেরুয়ারী।
এ উপলক্ষে গতকাল রবিবার উইরাল মাল্টিকালচারাল সেন্টারে জি.এস.সি উইরাল ব্রাঞ্চ এর চেয়ারপার্সন ও বাংলা স্কুলের প্রধান কয়ছর মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনাম আহমেদ এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নোমান আহমেদ। ৫২ এর ভাষা শহিদদের আতœার মাগফেরাত কামনা করে এক মিনিটি দাড়িয়ে নিরবতা পালন সহ জাতিয় সঙ্গীত পরিবেশন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি.এস.সি সাবেক সেন্টাল চেয়ারপার্সন মনছব আলী জেপি।
প্রবাসে বসবাসকারী কোমলমতি শিশু কিশোরদের বাংলা বর্ণমালা শেখানো জন্যে ও ভাষা আন্দোলনের ইতিহাস শিশুদের কাছে তুলে ধরতে দিনব্যাপী উইরাল বাংলা স্কুলের আয়োজনে চিত্রাংক প্রতিযোগীতায় বিপুল সংখ্যক শিক্ষার্থিরা এত অংশ গ্রহন করেন। শিশুরা রং এবং তুলির আচড়ে দেশপ্রেমের প্রতিছবি তোলে ধরেছেন।
শহিদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন জি.এস.সি চেষ্টার এন্ড নর্থ রিজনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ, জি.এস.সি উইরাল ব্রাঞ্চ এর উপদেষ্টা মন্নান মিয়া, লিভারপুল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখরুল আলম,কমিউনিটি ব্যক্তিত্ব আকবর আলী, জি.এস.সি উইরাল ব্রাঞ্চ এর অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব ছিদ্দিক আলী, উইরাল বাংলা স্কুলের শিক্ষিকা সালেহা বেগম, গেইম টিচার জালাল আলী, সুমন আহমেদ, সামছুল ইসলাম, শিশু মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মনছব আলী জেপি সহ আমন্ত্রিত অতিথিরা চিত্রাংকন প্রতিযোগীতাদের মরধ্য বিজয়ীদের হাতে ক্রেষ্ট তোলে দেন।সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে গান পরিবেশন করেন উইরাল বাংলা স্কুলের শিক্ষার্থীরা এবং অতিথি শিল্পী সাগর আহমেদ।
দারিদ্র, সন্ত্রাস আর ক্ষুধা মুক্ত দেশ হবে বাংলাদেশ এমন স্বপ্ন আর লড়ায়ের প্রত্যয় ব্যক্ত করেন আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করেছে উইরাল বাংলা স্কুল।