মনিরুল ইসলাম শামীম, বাহুবল (হবিগঞ্জ) থেকে: বাহুবলের পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ শিক্ষার্থী ভুনাখিচুরী আর সিদ্ধডিম একসঙ্গে খেতে পেয়ে মহাখুশি হয়েছে।
সোমবার বিকেল ৩টায় ওই বিদ্যালয়ে প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে সিদ্ধডিম বিতরণ এবং চলমান ‘মিড ডে মিল’ কার্যক্রমের টিফিন বাক্স বিতরণ উপলক্ষে শিক্ষার্থীদের ভুনাখিচুরী ও সিদ্ধডিম খেতে দেয়া হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হোসেন আলী মায়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজুর রহমান, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, ইউআরসি ইনস্ট্রাক্টর নজরুল ইসলাম, ভাদেশ্বর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখলাছুর রহমান, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সামিউল ইসলাম, আফতাব জিপি ফার্ম লিঃ এর কর্মকর্তা স্বপন কান্তি দাশ, ইউপি মেম্বার ফরিদ মিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুল আলী বাচ্ছু, বিদ্যালয়ের দাতা সদস্য আবুল খায়ের মিলন ও সাংবাদিক মনিরুল ইসলাম শামীম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্য্য ও শিক্ষক আব্দুল হক। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য আবুল খায়ের মিলন-এর সৌজন্যে শিক্ষার্থীদের টিফিন বক্স ও ভুনাখিচুরী এবং প্রাণিসম্পদ বিভাগের সেবা সপ্তাহ উপলক্ষে প্রাণিজ আমিষের উপকারিতা ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকল্পে সিদ্ধডিম বিতরণ করা হয়।