মনিরুল ইসলাম শামীম, বাহুবল (হবিগঞ্জ) : বাহুবলে ১৬০ পিচ ইয়াবা সহ এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ১টায় উপজেলার স্নানঘাট ইউনিয়নের আশাতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের আশাতলা গ্রামের আরজত উল্লার পুত্র ইলিয়াস মিয়া দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গৌরাঙ্গ বসু’র নেতৃত্বে পুলিশ রোববার রাত ১টায় তার বাড়িতে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইলিয়াস মিয়া পালিয়ে গেলেও ইয়াবা ব্যবসায়ী দক্ষিণ স্নানঘাট গ্রামের দোলা মিয়ার পুত্র সমুন মিয়া (২০) কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে পুলিশ ১৬০ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে।
সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।