হবিগঞ্জ প্রতিনিধি : নানা কর্মসূচীর মধ্য দিয়ে হবিগঞ্জ পৌরসভায় পালিত হয়েছে ‘বেগম রোকেয়া দিবস’। উপমহাদেশের নারী জাগরণের পথিকৃৎ মহীয়সী নারী বেগম রোকেয়া স্মরনে হবিগঞ্জ পৌরসভা আয়োজন করে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানমালা।
নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প ইউজিপ-৩ এর জেন্ডার এ্যাকশন প্ল্যান (গ্যাপ)-এর উদ্যোগে এবং এডিবি ও ওএফআইডি’র সহযোগিতায় পালিত হয় এ কর্মসূচী।
রবিবার সকালে হবিগঞ্জ পৌরভবনে হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ নজরুল একাডেমীর সভাপতি বিশিষ্ট সাহিত্যিক তাহমিনা বেগম গিনি।
প্রধান অতিথির বক্তব্যে বেগম রোকেয়ার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে তিনি বলেন যে প্রতিকুলতার মাঝে বেগম রোকেয়া নারী সমাজের অগ্রগতির দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা আজো অনুসরনীয়। তিনি বলেন তৎকালীন সমাজের সাথে তুলনা করলে বর্তমানে নারীদের শিক্ষার ব্যাপক সুযোগ সৃস্টি হয়েছে। সে সুযোগকে কাজে লাগিয়ে নারীদের সুশিক্ষা অর্জনে মধ্য দিয়ে প্রকৃত মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলতে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দীকি, ইউজিপ-৩ এর কমিউনিটি মোবিলাইজার পরামর্শক লালন শেখ প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ আলমগীর, অর্পনা বালা পালসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও একটি বর্ণঢ্য র্যালী সারা শহর প্রদক্ষিন করে। র্যালীতে ‘নারী ভূমিকার স্বীকৃতি দিন’, ‘নিয়োগের ক্ষেত্রে নারী কোটা পুরন করুন’, ‘শিক্ষিত মা, শিক্ষিত সন্তান, শিক্ষিত জাতি’, ইত্যাতি শ্লোগান সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করা হয়।