হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা কারাগারে কারা সপ্তাহ উপলক্ষে কারা মেলা ও তথ্য সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কারা সপ্তাহ পালন করা হচ্ছে।
রোববার সকালে এর উদ্বোধন করেন,ডেপুটি জেলার দেলোয়ার হোসেন। এসময় জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তা ও কারারক্ষিগণ উপস্থিত ছিলেন।
কারাগার সপ্তাহ উপলক্ষে ৪ মার্চ রাতে কারাগার মাঠে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে জেল সুপার গিয়াস উদ্দিন,জেলার শওকত হোসেন মিয়াসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কারা কর্তৃপক্ষগণ উপস্থিত থাকবেন।